পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম

(পশ্চিমবঙ্গ সরকারের একটি সংবিধিবদ্ধ সংস্থা)
(অম্বর, ডিডি -২৭/ই সল্টলেক, কলকাতা -৭০০০৬৪, টোল ফ্রি নং-১৮০০-১২০-২১৩০)

মিলন উৎসবের ২০২৫ স্টল বুকিং এর আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম এর উদ্যোগে আগামী ৩রা জানুয়ারী থেকে ৭ই জানুয়ারী, ২০২৫ পার্ক সার্কাস ময়দানে ‘মিলন উৎসব ২০২৫’, আয়োজিত হতে চলেছে । মিলন মেলার অন্যতম প্রধান লক্ষ্য ,পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের উপভোক্তারা যাতে নিজেদের তৈরি দ্রব্যাদি সবার সামনে তুলে ধরার সুযোগ পায়,। গত বছর হতে কর্পোরেশনের উপভোক্তা ছাড়া কিছু সংখ্যক কারিগর /ব্যবসায়ীকে এই মেলাটিতে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছিল ।নির্বাচনের ক্ষেত্রে সেই সব কারিগর/ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়া হয় যাদের দ্রব্যাদি WBMDFC উপভোক্তাদের স্টলে সচরাচর পাওয়া যায় না । নির্বাচন হওয়ার পর ১০০০/- টাকা ফি নেওয়া হবে এবং তারপর অ্যালটমেন্ট পত্র দেওয়া হবে। আপনাদের SMS এর মাধ্যমে জানানো হবে ।


নিম্নলিখিত দ্রব্যাদী সাধারণত উপভোক্তাদের স্টলে থাকে ।

ষ্টল ধারণকারী দ্রব্যাদি
পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের উপভোক্তা কাঁথাস্টিচ,কাপড় ,বাবনানের নিডিল ওয়ার্ক,তাঁত ,রেশম ,হ্যান্ডলুম, এমব্রয়ডারি,জুট, খাদি,কার্পেট , শুকনো ফল ,স্পাইস , বাঁশের উপহার সামগ্রী ,পোষাকী অলংকার , চাল , জ্যাম-জেলি , চাটনী ইত্যাদি।
অন্যান্য রাজ্যের সংস্থা বেনারসি , হাঁতে বোনা তাঁতের দ্রব্যাদি, চাদর ইত্যাদি ।
অন্যান্য কারিগর / ব্যাবসায়ী ষ্টল যে সকল দ্রব্যাদি উপরোক্ত তালিকাতে নেই যেমন ১. বেতের কাজ বা বাঁশের কাজ, ২. ধাতুর কাজ, ৩. ডোকরার কাজ, ৪. মাদুর শিল্পী, ৫. মৃৎশিল্পী ৬. শোলা শিল্পী, ৭. কাঠের হাতের কাজ, ৮. অর্কিড ও ক্যাকটাসের নার্শারী, ৯. বাসন (ধাতু/সেরামিক) ইত্যাদি পণ্য ১০. শান্তিনিকেতন ব্যাগ সহ শৌখিন ব্যাগ ইত্যাদি দ্রব্যাদিগুলি অগ্রাধিকার পাবে ।

স্টল বুকিং এর জন্য নিয়মাবলী

MANAGING DIRECTOR
WBMDFC

West Bengal Minorities' Development & Finance Corporation

(A Statutory Body of Government of West Bengal)
(Amber, DD-27/E Salt lake, Kolkata-700064, Toll Free No-1800-120-2130)

Application Process for booking of stall at Milan Utsav 2025

West Bengal Minorities’ Development and Finance Corporation is going to organize Milan Utsav 2025 from 3rd to 7th January, 2025 at the Park Circus Maidan. One of the main goals of the Milan Fair is to give the Beneficiaries of WBMDFC the opportunity to highlight their products to the public. From last year, a number of artisans / businessmen were given the opportunity to participate in this fair. In selection process, Priority will be given to the artisans / businessmen whose products are not usually available at the WBMDFC beneficiaries’ stalls. After the selection, a fee of Rs.1000/- will be charged and then an allotment letter will be given. Intimation will be given via SMS. One of the chief /main aims of this Milan Utsav is to provide an opportunity to the beneficiaries of West Bengal Minorities Development Finance Corporation to display their own products before all. Since last year some artisan, businesses have been provided with an opportunity to participate in this fair. Preference will be given to those outside beneficiaries who produce such goods as are not available in the stalls of the beneficiaries of WBMDFC.

The following products are usually available in the beneficiaries’ stall.

Sl Stall Holder Items
1. WBMDFC Beneficiaries Kantha stitch, cloths, Babnan needle work, Tant, Resham, Handloom, Embrodiary, jute, khadi, carpet, dry fruits, spices, gift items made of bamboo sticks, Costume jewellery, rice, jam-jelly, pickles, etc.....
2. Others State Organisation Banarasi, Handloom Items, Silk Chador etc...
3. Other craftsmen / businessmen Items that are not in the list above will take preference like 1) Cane / Bamboo, 2. Metal Handicraft, 3. Dokra Craft, 4. Mat Artisan, 5. Potter, 6. Shola Craft, 7. Wooden Craft 8. Orchid & Cactus Nursery 9. Utensils (Metal/ Ceramic), 10. Santiniketany Bag / fancy Lether bag etc.

Process for Booking Stalls


Proceed Decline